আশাশুনি

বুধহাটায় গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

By Daily Satkhira

July 08, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ফাতিমা খাতুন (সাথী) নামে ৯ম শ্রেণির এক ছাত্রী আতœহত্যার করেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্রামে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। ফাতিমা খাতুন কুঁন্দুড়িয়া গ্রামের রিক্সা চালক শওকত গাজীর কন্যা ও কুঁন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। পরিবার সূত্রে জানাগেছে, অভাবের সংসারে মেয়ের স্কুলের খরজসহ অন্যান্য খরজের টাকা ঠিক মত দিতে না পারায় মায়ের সাথে অভিমান চলছিল। সর্বশেষ ঘটনার দিন সন্ধ্যায় তার মা প্রতিবেসির নিকট থেকে টাকা ধার নিতে গিয়েছিল। টাকা নিয়ে বাড়ি ফিরে দেখে তার আদরের মেয়েকে তার পড়ার ঘরের আড়ায় বাধা রশ্মি থেকে নামাচ্ছে। রশ্মি থেকে নামানোর পরেও ফাতিমা জীবিত ছিল কিন্তু ডাঃ আসার আগেই তার মৃত্যু হয়। ফতিমার বাবা ঢাকায় রিক্সা চালায়। ঘটনার সময় তার অসুস্থ দাদী ঘরের বারান্ডায় শুয়ে ছিল। দাদি প্রথমে দেখতে পেয়ে পাশের এক মহিলাকে ডেকে তাকে রশ্মি থেকে নামায়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শাহিদুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নির্শ্চিত করেছেন। আশাশুনি থানার এস আই শাহ মোঃ আব্দুল আজিজ সঙ্গিয় ফোর্স ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পোস্ট মর্ডেমে পাঠানোর প্রস্তুতি চলছিল।