সাতক্ষীরা

সাতক্ষীরা সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

By Daily Satkhira

July 08, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘পুলিশ জনতা ভাই ভাই, অপরাধের ঠাই নাই’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা সদর থানার আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ্ব আবুল কালাম বাবলা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের সদস্য এপিপি এড. আব্দুল লতিফ, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অছলে, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাশেম প্রমুখ। বক্তারা বলেন, ‘সাতক্ষীরা জেলা একটি শান্তিপ্রিয় জনপদ। ২০১৩ সালে এই জনপদকে অশান্ত করে তুলেছিল একটি গোষ্ঠি। আমাদের এই শান্তিপ্রিয় জেলাকে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদর থানার প্রতিটি এলাকাভিত্তিক বিট পুলিশিং ব্যবস্থা চালু রাখার দাবী জানান বক্তারা।’ উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইয়ারব হোসেন, জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, পৌরসভার ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়র আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা শেখ শফি উদ্দিন সফি, ইনতাজ আলী মোড়ল, বিশ্বনাথ মন্ডল প্রমুখ।