সাতক্ষীরা

সাতক্ষীরায় মাদকে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম

By Daily Satkhira

July 09, 2017

স্বামীর মাদক গ্রহণে বাধা দিয়েছিলেন রওশন আরা। আর এ কারণেই দরজা বন্ধ করে তাঁকে বেঁধে দা দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে স্বামী গোলাম রসুল। পরে বাড়ির লোকজন রওশনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

গতকাল শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামে এ ঘটনা ঘটে।

কুশখালি ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত হোসেন বাবু জানান, গোলাম রসুল দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবায় আসক্ত। এ নিয়ে পারিবারিক অশান্তি ছিল। গতকাল রাতে রসুল ঘরে বসে মাদক খাচ্ছিল। এতে বাধা দেন রওশন। ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শাড়ি দিয়ে বেঁধে কুপিয়ে জখম করে রসুল।

রওশনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দা হাতে নিয়ে পালিয়ে যায় রসুল। এ সময় সে তার মেয়েকেও কোপানোর জন্য তাড়া করে।

লিয়াকত বাবু আরো জানান, রওশন আরাকে প্রতিবেশীরা দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে রাতেই রওশনকে ঢাকায় পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ অভিযোগ পাননি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে ।