অপ্রতিম রহমান : সাতক্ষীরার মেয়ে তিনি। এখন তার অভিনয় দক্ষতা আর প্রতিভা দিয়ে আলো ছড়াচ্ছেন দেশ ও দেশের বাইরে। সম্প্রতি সাতক্ষীরার গ্রামের বাড়িতে এসেছিলেন ঈদ করতে। তার ঈদের আনন্দ মাটি হয়েছে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে। ফিরে গিয়ে ঢাকায় আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। মঙ্গলবার উত্তরার একটি হাউসে শুটিং করছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। হঠাৎ পাশের বাসা থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। জানতে পারেন, ওই বাসার কাজের মেয়েটিকে প্রায়ই মারধর করেন গৃহকর্ত্রী। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন মৌসুমী। ওই গৃহকর্ত্রী মারধরের কথা অস্বীকার করলেও মেয়েটি জানায়, প্রায়ই তাকে মারধর করা হয়। ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে সোচ্চার হন মৌসুমী। এতেই পরদিন পুলিশ এসে হাজির। মৌসুমীকে সঙ্গে নিয়ে সেই মেয়েটির বাসায় যায় তারা। কিন্তু মেয়েটি পুলিশের কাছে নির্যাতনের কথা অস্বীকার করায় পার পেয়ে যান গৃহকর্ত্রী। তবে একেবারেই খালি হাতে ফেরত যায়নি পুলিশ। মেয়েটির যাতে কোনো ক্ষতি না হয়—এই মুচলেকা নিয়ে ফেরে তারা। সঙ্গে মৌসুমীকেও ধন্যবাদ জানায় বিষয়টি নিয়ে প্রতিবাদ করার জন্য। ঘটনার আপডেটও ফেসবুকে জানিয়েছেন অভিনেত্রী, ‘ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে। কাল আমি লাইভ করেছিলাম একটা কাজের মেয়েকে মারধর করার ব্যাপারে। সকালবেলা সামসুল ভাই এলেন, পুলিশে খবর দিলেন। পুরো ব্যাপারটা সমাধান করে গেলেন সারা দিন ধরে। এসআই সবুজ ভাই ও সামসুল ভাইকে ধন্যবাদ। ’ ভিডিওতে তার মুখেই শুনুন ঘটনাটা-