শ্যামনগর

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ; অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বেচাকেনা

By Daily Satkhira

July 09, 2017

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজারে বাগদা চিংড়িতে অবাদে চলছে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে বেচাকেনা। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেই কোন পদক্ষেপ। তথ্যানুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলার নুরনগর, ভেটখালী, হরিনগর, বংশীপুর, মুন্সিগঞ্জ, কলবাড়ী, নওয়াবেকী মহেন্দ্র সিলে কাটা, ঝাপালী, নওয়াবেকী, সোনারমোড়, বিভিন্ন বাজারে, মাছের সেটে ও বাগদা ব্যবসায়ীদের বাড়িতে অবাদে চলেছে চিংড়িতে অপদ্রব্য পুশ। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বাগদা চিংড়ি বেচাকেনা। সরেজমিনে দেখা গেছে, কলবাড়ী থেকে নওয়াবেঁকী রোডের মাঝামাঝি মহন্দ্র সিলে নামক মাছের কাটায় কাদা গোলার মধ্যে বাগদা চিংড়ি বেচা কেনা হচ্ছে। এ বিষয়ে ঐ কাটার সেক্রেটারি বুলবুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা মৎস্য অফিসার প্রায়ই আমাদের সেটে আসা যাওয়া করেন। তার সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসেন সাগরের সাথে কথা হলে তিনি বিষয়টি সত্য নয় বলে জানান।