আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া, দক্ষিণশ্রীপুর ও বিষ্ণপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কালিগঞ্জ টু বাঁশতলা ব্যস্ততম কার্পেটিং সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমের শুরু থেকেই এই সড়ক দিয়ে সাধারণ মানুষ, সাইকেল, মটরসাইকেল, ভ্যান, ইঞ্জিনভ্যান, প্রাইভেট, ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবহন চলাচল একবারেই কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেকেই বলছেন কতৃপক্ষের চোখ অন্ধ তাই দেখাতে পায়না রাস্তার করুণদশা। এই সড়ক দিয়ে চলাচলে ঘটছে প্রতিনিয়ত ছোট-বড় নানান দুর্ঘটনা। ইতিমধ্যে এই সড়কেড় বেহাল দশা নিয়ে জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন, ফেসবুকে ঝড় উঠলেও টনক নড়েনি কতৃপক্ষের। কালিগঞ্জ সদর থেকে বাঁশতলা ১৩ কিলোমিটার সড়কের প্রায় ৫ কিলোমিটার জুড়ে বড় বড় খানাকন্দের সৃষ্ঠি হয়েছে দেখলেই মনে হবে রাস্তাতো নয় যেন মরণ ফাঁদ। কোন যন্ত্রদানবও এই রাস্তা দিয়ে চলাচল করতে উপজেলার জনগুরুত্বপূর্ন এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও যেন দেখার কেউ নেই। রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ সরকারের সমালোচনা করে প্রাই বলতে শোনা যাচ্ছে এই এলাকা বুঝি বাংলদেশের মধ্যে নয় আলাদা কোন দেশের ভূখন্ড। “কার্পেটিং রাস্তা নয় যেন চলার পথের মরণ ফাঁদ”। এই রাস্তা দিয়ে ব্যবসায়ি ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের চলাচলের এ রাস্তাটি সংস্কারের আশু প্রয়োজন। রাস্তার দুই পাশে মাছের ঘের হওয়ায়, পাশের ড্রেন দিয়ে নদীর জোয়ারের পানি উঠানামা করে মৎস্য ঘেরে। কিন্তু বর্ষা মৌসুমে নদীর পানির প্রবল জুয়ারে ঐ রাস্তার উপর থাকে হাঁটু পানি। এমনিতে রাস্তার কার্পেটিং অনেক আগে থেকে নষ্ট হয়ে বেহাল দশার সৃষ্ঠি হয়েছে, তার উপর আবার নদীর জুয়ারের পানিতে চলাচলের কোন সুযোগ থাকেনা জনসাধারণের। অতিজন গুরুত্বপূর্ন এ রাস্তাটি দীর্ঘ ৮ বছর যাবৎ কার্পেটিং উঠে যেয়ে খানা খন্দে পরিনত হলেও সংস্কারের জন্য এগিয়ে আসেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী সাধারণ এ রাস্তাদিয়ে যাতায়াত করে থাকেন। কালিগঞ্জ বাঁশতলা রাস্তার কফিলউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা থেকে বিষ্ণপুর বাজার পর্যন্ত জরাজীর্ণ। এর মধ্যে শ্রীপুর টেওরপাড়া ব্রিজের উভয় পাশে কার্পেটিং রাস্তাটি ছোট বড় খানা খন্দে এমনকি খালে পরিণত হয়েছে। মাঝে মধ্যে সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া ড্রেনে নদীর জোয়ারের পানিতে নিমর্জ্জিত হয়ে থাকে রাস্তা জুড়ে। এ হাল অবস্থা দীর্ঘদিন ধরে চলতেও যেন দেখার কেউ নেই। নিত্য নৈমত্তিক ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জীবনহানীর মত ঘটনাও ঘটে থাকে এই রাস্তায়। এমতাবস্থায় বাঁশতলা কালিগঞ্জ রাস্তাটি আশু সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ যাত্রী ও সচেতন মহল।