আশাশুনি

আশাশুনিতে একই পরিবারের ২ কন্যাকে অপহরণের অভিযোগ

By Daily Satkhira

July 09, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে একই পরিবারের ২ কন্যাকে অপহরণের অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর গ্রামে। সাধারণ ডায়রী সূত্রে জানাগেছে, কমলাপুর গ্রামের মনিরুল ইসলাম গাইনের দুই স্কুল পড়–য়া কন্যা রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে প্রাইভেট পড়ার জন্য তাদের পিতা ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে কন্যার ঘরে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভিতরে যেয়ে দুই কন্যার কাহকে ঘরে না দেখে স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে মেয়েরা কোথায়। এসময় মেয়েদের মা জানায় আমি কি করে বলব। এরপর তাদের পিতা-মাতা ছোট ভাই-বোন কান্না-কাটি করতে থাকলে আশপার্শ্বের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। আশপাশ্বের লোকজন তাদের বাড়ীতে আসলে বিষয়টি তাদের কাছে খুলে বললে তারা থানায় জানানোর পরামর্শ দেয়। পিতা মনিরুল ইসলাম পর দিন দুপুর পর্যন্ত সকল আত্মীয় স্বজনদের বাড়ী সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে না পেয়ে আশাশুনি থানায় হাজির হয়ে পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে ৩৬০নং সাধারণ ডায়েরী এন্ট্রি করেন। সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়–য়া বড় কন্যা রেশমা খাতুন (১৫) ও ৮ম শ্রেণীতে পড়–য়া মেঝ কন্যা রিমা খাতুন (১৩) কে পুইজালা গ্রামের হাকিম সানার পুত্র হাসান সানা ও শ্রীউলা গ্রামের উজ্জল গাজী পিং-অজ্ঞাত এরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। আরও জানান, তার কন্যাদ্বয়ের রাতে পরনে থাকা কাপড়-চোপড় তার বাড়ী হইতে ২শ গজ অদূরে জনৈক কালাম সরদার এর পুকুর পাওয়া গেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, থানায় মেয়ের পিতা বাদী হয়ে ৩৬০নং একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করেছেন। ঘটনাটির যথাযথ তদন্ত চলছে ও নিখোঁজ ২ স্কুল পড়–য়া ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।