সাতক্ষীরা

জেয়ালা গ্রামে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত করলেন এমপি রবি

By daily satkhira

September 23, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাম শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা কালিমন্দির প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। আগামী ২০১৭ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, আর ইই- কেডিপি-২ ঢাকার প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুতের যশোর’র তত্বাবধায়ক প্রকৌশলী বিশ্বনাথ শিকদার, নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস. এম. শহিদুল ইসলাম, বিদ্যুৎ শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র দাস, ইউপি সদস্য এস. এম রেজাউল ইসলাম প্রমুখ। ২২ লক্ষ টাকা ব্যয়ে দেড় কিঃ মিঃ নির্মিত লাইনের মাধ্যমে ১শ’ ১৯টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ইসি শেখ মহিদুল ইসলাম।