কলারোয়া

খোরদোয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

By Daily Satkhira

July 10, 2017

খোরদো প্রতিনিধি : সকলকে বিদায় জানিয়ে ঈদ চলে গেছে ১০ থেকে ১২ দিন আগে! তবুও সেই ঈদের আনন্দকে স্মরণ করে জীবনে হাসি আনন্দ নিয়ে একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের খোরদো হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি পুলিশ ক্যাম্প এবং সাংবাদিক ও ছাত্রলীগ যুবলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন একদিকে খোরদো পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ এবং অপরদিকে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার তারুণ্য উজ্জ্বিবিত প্রাক্তন খেলোয়াররা। দুটি দলই ভিন্ন ভিন্ন জার্সি পরিহিত অবস্থায় প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। নির্ধারিত সময়ে খেলা যৌথ ফুটবল একাডেমী ২ এবং পুলিশ ক্যাম্প ফুটবল একাডেমী ১ গোল করে। তবুও সোহার্দপূর্ণ এবং আনন্দময় খেলাটি সকলের মাঝে ভাগাভাগি করার জন্য সন্তোষজনক পুলিশের অনুরোধে টাইব্রেকারেও ৪-৩ গোলে পুলিশ ক্যাম্প পরাজিত হয় তবুও উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে বিজয়ের উচ্ছ্বাসকে ভাগ করে দেয়া হয়। এবং পুলিশ ক্যাম্পের পরাজিত সরুপ ৬০ জন প্লেয়ারসহ অন্যান্য ব্যক্তিদের মধ্যাহ্ন ভোজের ঘোষণা দেন খোরদো ক্যম্প আই সি হাসানুজ্জামান রিপন। খেলা শুরু হওয়ার পরপরই পাচিলঘেরা স্কুল চত্বরে একে একে ভরে যায় দর্শকদের উপস্থিতিতে। খেলা উপভোগ করতে স্কুলের দুই ভবনেই অবস্থান করেন শিশু থেকে বৃদ্ধ অবধি ফুটবলপ্রেমী দর্শক এবং স্থানীয় বাজার কেন্দ্রিক ব্যবসায়ীগণ। প্রীতি এ ফুটবল ম্যাচের উভয় দলে অংশ নেন খোরদো পুলিশ ক্যাম্পের আই সি হাসানুজ্জামান রিপন, সাংবাদিক সরদার কালাম, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি খায়রুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান সরদার, ছাত্রলীগ সভাপতি নাহিদ হোসেন, যুবলীগ সাংগঠনিক রিপন হোসেন, যুবলীগ আহ্বায়ক তন্ময় আহমেদ মেরিন প্রমুখ। রেফারির দায়িত্ব পালন করেন প্রাক্তন খেলোয়াড় ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু হোসেন এবং ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রী পলাশ পদ ঘোষ।