শিক্ষা

শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ- এমপি জগলুল হায়দার

By Daily Satkhira

July 11, 2017

আহম্মাদ উল্যাহ বাচ্ছু : আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের কে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নাগরিক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম শতবর্ষ উদযাপন ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। আমার নির্বাচনী এলাকার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাটসহ অন্যান্য প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। আগামিতে কাঠুনিয়া রাজবাড়ী কলেজ সরকারি করণ ও পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এমপিও ভূক্ত করার জন্য আশা ব্যাক্ত করেন। সোমবার সকাল ১০টায় কাঠুনিয়া কলেজ প্রাঙ্গণে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এইচএসসি শিক্ষাথীদের নবীনবরণ অনুষ্ঠানে কালিগঞ্জ-শ্যামনগর আংশিক আসনের সংসদ সদস্য ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রভাষক জুলফিকর আল-মেহেদী ও কম্পিউটার প্রদর্শক আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম খোকন, কাঠুনিয়া রাজবাড়ী কলেজের উপাধ্যক্ষ অলিউর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি সজল মুখ্যার্জি, নুরনগর ইউনিয়ন আ‘লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, পিডিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, ভুরুলিয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, রমজান নগর ইউনিয়ন আ‘লীগের সাংগঠনিক সম্পাদক পতিত পাবন মন্ডল, হাফেজ সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবাগত ২৫০ জন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষাদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক ও সূধীবৃন্দ।