নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গণহত্যা-৭১ স্মৃতি বধ্যভূমি পরিদর্শন এবং স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার বিকাল ৩.৩০টায় তিনি চুকনগর বধ্যভূমিতে আসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ডিফেন্স এ্যাডভাইজার ব্রি: জে; এস নন্দা, হেড অব চ্যাসেয়ার মিস টিসেন নর্ডন কারগিল, দিবাকর মোহান্ত, ষ্টাফ মেম্বার শ্রী রতন মন্ডল, যোগেন্দর শিং, মি: যতিন কুমার, প্রেম বাহাদুর, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ডঃ আবুল কালাম আজাদ, প্রফেসর আহম্মেদ রেজা, সাহিদা সৈয়দা, অধ্যাপক আলমগীর কবীর, খান মোহাম্মদ আলী, মুন্সি আইয়ুব আলী, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ডুমুরিয়া থানার ও সি সুকুমার বিশ্বাস, প্রকৌশলী আ: জব্বার, গণহত্যা-৭১ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, এরশাদ আলী মোড়ল, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গণহত্যার স্মৃতিকে ধরে রাখার স্বকৃতি স্বরূপ গণহত্যা-৭১ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দেন। এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন একটি বিশেষ কারনে আমি চুকনগরে এসেছ্ িমুক্তিযুদ্ধেও চুকনগর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে ২০ মে এখানে পাকিস্তানী সেনারা নৃশংসভাবে গণহত্যা চালিয়ে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করে। এই স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন করে ৭১ এর শহিদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলাম।