কালিগঞ্জ

কালিগঞ্জে আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

By daily satkhira

September 23, 2016

 

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের খানবাহাদুর আহছানউল্লাহ সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএম মাহাতাব উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম কামরুল হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, উপজেলা তরম্নণ লীগের সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহআলম, রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্যাহ সুজন প্রমুখ। এসময় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সামাবেশটি বিশাল জনসমাবেশ রুপনেয়। বক্তরা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পল্লী বিদ্যুত সমিতির পরিচালক রম্নহুল আমিনের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। বক্তারা আরো বলেন জামায়াত শিবিরের মদতদাতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীকে অবিলম্বে দল থেকে বহিস্কার করতে হবে। অপরদিকে জাতির জনকের ছবি অবমাননার নিন্দা-প্রতিবাদ জানিয়ে সাঈদ মেহেদী ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিতর ছিলেন।