তালা

পাটকেলঘাটার আয়ুব আলীর মৃত্যুতে শোক

By Daily Satkhira

July 11, 2017

পাটকেলঘাটা প্রতিনিধি : সাবেক ইউপি সচিব আলহাজ্ব আয়ুব আলী মোড়ল সোমবার বিকাল ৫টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়লে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় বাইগুনী নিজবাড়িতে তার নামজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুর খবরে তার সতীর্থরা তাকে দেখার জন্য বাড়িতে ছুটে আসেন। তার মৃত্যুতে তালা কলারোয়ার সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।