তালা

জালালপুর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

By Daily Satkhira

July 11, 2017

সেলিম হায়দার : ২০১৬-১৭ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্য্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য উপজেলা ও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ।

(১১ জুলাই) মঙ্গলবার বেলা ১টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা শেষ্ঠ ইউনিয়ন পরিষদ প্রশংসাপ্রত্র জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর হাতে তুলে দেন জেলা প্রশাসক প্রতিনিধি হিসাবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন।

এরপূর্বে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ব জনসংখ্যা দিবস-১৭ উদযাপন উপলক্ষে তালা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স প্রশিক্ষণ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মা ও শিশুস্বাস্থ্য কার্য্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় তালা উপজেলার ১১নং জালালপুর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষনা দিয়ে ইউপি চেয়ারম্যান

এম মফিদুল হক লিটুর হাতে প্রশংসাপত্র তুলে দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খনম, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান, কৃষি কর্মকর্তা মোঃ শামছুল আলম, মেডিকেল অফিসার আবুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।

উলে¬খ্য, জালালপুর ইউনিয়ন পরিষদ ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপির অডিট টিমের মূল্যায়ন ভিত্তিতে শেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়।