খেলা

টাইগারদের বিশ্বকাপ নিশ্চিত করলো শ্রীলঙ্কা

By Daily Satkhira

July 11, 2017

ঘরের মাটিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে অনিশ্চিত হয়ে গেলো শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে লঙ্কানদের রেটিং পয়েন্ট ছিল ৯৩। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পেছনে ছিল তারা। অথচ জিম্বাবুয়ের কাছে হারায় পাঁচটি মূল্যবান রেটিং পয়েন্ট হারিয়ে বসেছে তারা। ফলে বিশ্বকাপে তাদের সরাসরি খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্যদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সাতে থাকা নিশ্চিত। সরাসরি অংশ নিবে ২০১৯ বিশ্বকাপে। শ্রীলঙ্কার হারের কারণে আশা জেগে উঠেছে ওয়েস্ট ইন্ডিজেরও। এখনো কাজটা অনেক কঠিন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। তবে গাণিতিকভাবে তাদের আশা আছে বৈকি।

এরপর ভারতের সঙ্গে ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। ৫ ওয়ানডের সেই সিরিজ নিজেদের মাটিতে। কিন্তু জিম্বাবুয়ে-ধাক্কার পর লঙ্কানদের আত্মবিশ্বাস এখন তলানিতে। সেই সিরিজে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ওদিকে ওয়েস্ট ইন্ডিজ ৫ ওয়ানডের সিরিজ খেলবে ইংল্যান্ডের মাটিতে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলে ইংলিশ কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেবে।

এই সবগুলো ম্যাচই ৩০ সেপ্টেম্বরের আগে। আইসিসির ওয়ানডে প্রেডিক্টর বলছে, শ্রীলঙ্কা যদি ভারতের কাছে ৪টি ম্যাচ হারে, আর ওয়েস্ট ইন্ডিজ যদি পরবর্তী ৬ ওয়ানডের সবগুলো জেতে, তাহলে র‍্যাঙ্কিংয়ে আবার বড় ধরনের ওলট-পালট হবে। ৮৯ পয়েন্ট নিয়ে আটে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ৮৭ পয়েন্ট নিয়ে নয়ে নেমে যাবে শ্রীলঙ্কা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আটে থাকা দলগুলোই সরাসরি খেলবে বিশ্বকাপ।