আশাশুনি

ভাত দিতে দেরি হওয়ায় আশাশুনিতে ১ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

By Daily Satkhira

July 11, 2017

আশাাশুনি ব্যুরো : আশাশুনিতে ১ম শ্রেণীর ছাত্র রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের সবদালপুর গ্রামের মোঃ মুনছুর সরদারের পুুত্র ও সবদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র মোঃ রানা (৭) নিজ মায়ের উপর অভিমান করে মঙ্গলবার নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহীন। রানা মঙ্গলবার দুপুরের দিকে সে স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের কাছ ভাত খেতে চায়। তখন তার বড় ভাই ভাত খাচ্ছিল। মা পানি এনেই ভাত দেবে বলে পানি আনতে যায়। শিশুটি এ সময় ঘরের একটি কক্ষে ঢুকে টেবিলের উপর উঠে গামছা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মা পানি এনে ভাত দিয়ে রানাকে খুঁজে না পেয়ে ঐ কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখেন সে আড়ার সাথে ঝুলছে। দ্রুত দরজা ভেঙ্গে তাকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।