খেলা

যে ক্রিকেট বাংলাদেশের গর্ব, তাতেও লাগছে কলঙ্কের কালি

By Daily Satkhira

July 12, 2017

দুদিন আগে বিসিবিতে পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তার স্ত্রী ফারজানা আক্তার। বিসিবির কাছে তার দেওয়া অভিযোগপত্রে দেখা গেছে, শহীদের বিরুদ্ধে ফারজানার অভিযোগ আসলে নারীঘটিত। স্বাভাবিকভাবেই এতে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে ক্রিকেট নিয়ে বাংলাদেশের এত গর্ব, তাতে লাগছে কলঙ্কের কালি।

আজ নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ক্রিকেটারদের এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আরও কঠোর হচ্ছে বিসিবি।

বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে বললেন, ‘একজন ভালো খেলোয়াড় হলে চলবে না, ভালো মানুষও হতে হবে। আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণ করার। আমরা আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়েছি। সমস্যা হচ্ছে যখন খেলা থাকে না, এখান থেকে চলে যাচ্ছে, তখন ওদের ব্যক্তিগত বিষয়গুলো ধরতে পারছি না। তবে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমাদের নজরে আছে। আমরা কেউ এগুলো মানতে পারছি না।’

নাজমুল হাসান খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে এমনটা ঘটলে আরও কঠিন সিদ্ধান্ত নেবে বিসিবি। তিনি বলেন, ‘এর আগে যত ঘটনা ঘটেছে, আমরা সাপোর্ট দূরে থাক, উল্টো ব্যবস্থা নিয়েছি। খেলা থেকে বহিষ্কারও করা হয়েছে। এখনো তাই হবে। আমরা চাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাক। যদি না হয়, ভবিষ্যতে আরও কঠিন পদক্ষেপে যেতে বাধ্য হব।’