জাতীয়

ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে তথ্যের মিল নেই: আছাদুজ্জামান

By Daily Satkhira

July 12, 2017

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্যের অসংগতি আছে। তদন্ত শেষে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আজ বুধবার ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ফরহাদ মজহারের অপহরণ রহস্যের সমাধান শিগগির হবে।

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার গত ৩ জুলাই ভোর ৫টায় শ্যামলীর নিজ বাসা থেকে বের হন। ১৮ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে একটি বাস থেকে নামিয়ে আনে।

ফরহাদ মজহার জবানবন্দিতে বলেছেন, তিনি অপহরণের শিকার হয়েছিলেন। তাঁকে একটি মাইক্রোবাসে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে যান।

গত ৮ জুলাই মাদকবিরোধী এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছিলেন, ফরহাদ মজহার সম্ভবত অপহরণের স্বীকার হননি।

সূত্র: প্রথম আলো।