নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া নদীতে র্যাবের সাথে জলদস্যুদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। র্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের পর বনদস্যুরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ সময় তারা ফেলে যায় ৪টি অস্ত্র ও ৫৫ রাউন্ড গুলি। একই সময়ে তারা জিম্মি হিসাবে আটক ৬ জন জেলেকে উদ্ধার করেন। তাদের তিনটি নৌকাও ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি। মেজর আদনান আরও জানান গত বুধবার সন্ধ্যা থেকে তারা সুন্দরবনে জলদস্যুদের হাতে জিম্মি হিসাবে আটক থাকা জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তিনি পরে দিতে পারবেন বলে জানান। উল্লেখ্যঃ এর আাগে মুক্তিপনের দাবীতে গত মঙ্গলবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যুরা ২৫ টি নৌকা থেকে ৮ জেলে অপহরন করে।