দেবহাটা

সাতক্ষীরার যৌতুক মামলায় বাগেরহাটের বিচারক সিরাজুলের বিরুদ্ধে চার্জ গঠন

By Daily Satkhira

July 12, 2017

আসাদুজ্জামান : যৌতুকের মামলায় বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন সাতক্ষীরার একটি বিচারিক আদালত। বিকেলে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ তার বিরুদ্ধে এ চার্জ গঠন করেন। মামলায় বাদি পক্ষের আইনজীবী এড. ফরহাদ হোসেন জানান, যৌতুক বাবদ দাবিকৃত ১৫ লাখ টাকা দিতে না পারায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন দেবহাটা উপজেলার চ-িপুর গ্রামের সিরাজুল ইসলাম। এঘটনায় তার স্ত্রী মারুফা খাতুন স্বামী সিরাজুল ইসলামসহ চারজনের বিরু্েদ্ধ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আজ বিচারিক হাকিম তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বর্তমানে তিনি বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।