সাতক্ষীরা

বিদায় অনুষ্ঠানে সাতক্ষীরাবাসীর ভালবাসায় সিক্ত এডিসি (সার্বিক) এহতেশামূল হক কাঁদলেন, কাঁদালেন

By Daily Satkhira

July 12, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয় এই চিরন্তন বাণি মর্মাহত করে সাতক্ষীরাবাসীকে ভালবাসায় আবদ্ধ করে নিজে কাঁদলেন এবং সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। বুধবার বিকালে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-সচিব পদোন্নতি প্রাপ্ত এ.এফ.এম এহতেশামূল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিদায়ী অতিথির বিভিন্ন কর্ম-দক্ষতার সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, বিদায়ী সংবর্ধিত অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান প্রমুখ। সরকারি কর্মকর্তা স্বাভাবিক নিয়মে দায়িত্ব পালন শেষে নির্ধারিত সময়ে বদলি হবেন-এটাই স্বাভাবিক। তার স্থলাভিষিক্ত হবেন অন্যজন এটাই নিয়ম। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্প্রতি পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়ে বদলি হয়েছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। সরকারি কর্মকর্তাকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয়। কিন্তু সাতক্ষীরার বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকের বেলায় যেন বিষয়টি ভিন্ন। এসময় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল।