মাহফিজুল ইসলাম আককাজ : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার বাঁশদহা কামারবায়সা গ্রামের শিশু মুক্তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার রাতে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি মুক্তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নেন এবং তার বাবা মা’র সাথে কথা বলেন। তিনি বলেন, “মুক্তার কথা শুনতে পেয়েছি বুধবার তাই শোনামাত্রই খোঁজ খবর নিতে ছুটে এসেছি। শিশু মুক্তার চিকিৎসার জন্য বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে প্রধান করে ৮ সদস্যের মেডিকেল বোর্ড পর্যায়ক্রমে মুক্তাকে পর্যবেক্ষণ করছেন এবং মুক্তার চিকিৎসা শুরু করেছেন। এসময় সাংসদ মুক্তার রোগ সম্পর্কে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেনের সাথে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। চিকিৎসক সামন্ত লাল সেন বলেন, শিশুটির অবস্থা তেমন ভালো না। দীর্ঘদিনের অবহেলার কারণে এমন অবস্থা হয়েছে। তার শরীরে ৪টি রোগের আলামত পাওয়া গেছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে সময় লাগবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আমরা তার চিকিৎসার কোন ত্রুটি রাখবোনা। যাতে শিশু মুক্তা দ্রুত সুস্থ্য হয় তার ব্যবস্থা করবো। এসময় মুক্তার বাবা-মাসহ চিকিৎসক ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।