সাতক্ষীরা

আলোচিত আলীপুর ইউপিতে নির্বাচন আজ

By Daily Satkhira

July 13, 2017

নিজস্ব প্রতিবেদক : বিগত ২২ মার্চ’১৬ সারাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে পৌছালেও ঘটে যাওয়া দেশের বিভিন্ন জেলায় অনিয়ম ও আর দুর্নীতির অভিযোগে কয়েক জেলায় এখনো পর্যন্ত ইউপি নির্বাচন স্থাগিতাদেশ জারি ছিলো। দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ২৬ জেলায় ৫৬টি ইউনিয়ন পরিষদের ইউপিতে আজ ১৩ জুলাই ভোট গ্রহণ হবে। এদিকে নির্বাচনে ২দিন আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে “বিশেষ নির্দেশনা” দিয়েছেন নির্বাচন কমিশন। সাতক্ষীরা জেলায় স্থগিত হয়ে যাওয়া সদরের ৭নং আলীপুর ইউনিয়নের আলোচিত ৪ কেন্দ্রের ৪৭৭ দিনপর পুনরায় আজ ভোট হবে। বিগত ২২ মার্চ সদরের ৭নং আলীপুর ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলেও বিভিন্ন অভিযোগে বন্ধ হয়ে যাওয়া আলোচিত ৪ নং ওয়ার্ড কেন্দ্র: আলীরপুর মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রার্থীরা হলেন মোঃ রমজান আলী (মোরগ), সিদ্দিকুর রহমান(তালা) ও শাহাদাত হোসেন (ফুটবল) প্রতীক নিয়ে ভোটগ্রহণ হবে। ৭নং ওয়ার্ড কেন্দ্র: মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রার্থীরা হলেন আনিসুর রহমান(তালা), জাহিদুর রহমান মধু (মোরগ), মোস্তাফিজুর রহমান(ফুটবল), মাসুদ আলম (টিউবওয়েল) প্রতীক নিয়ে ভোট গ্রহণ হবে। ৮নং ওয়ার্ড কেন্দ্র: ভাড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রার্থীরা হলেন, মফিজুল ইসলাম (টিউওবয়েল) আসিব হোসেন মোরগ প্রতীক নিয়ে ভোট গ্রহণ হবে। ৯নং ওয়ার্ড কেন্দ্র : মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসা প্রার্থীরা হলেন, আব্দুস সালাম ঢালী (ফুটবল) মোশারফ হোসেন (তালা), শফিকুল ইসলাম (মোরগ) প্রতীক নিয়ে ভোগ গ্রহণ হবে। এছাড়া সংরক্ষিত মহিলা প্রার্থীরা হলেন মনোয়ারা খাতুন (তালগাছ) মমতাজ বেগম (বই) হাসনা হেনা (বক), ফরিদা খাতুন (সুর্য মুখীফুল) সুমনা পারভীন (কলম), সলুদা বেগম (বক) প্রতীক নিয়ে ভোট গ্রহণ হবে। ৪টি স্থগিত কেন্দ্রের ১১জন সাধারণ সদস্য মেম্বর পদে এবং ৬ জন মহিলা প্রার্থীদের নিয়ে মোট ১২ হাজার ৬৫৬জন ভোটারদের নিয়ে ভোট গ্রহণ হবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত। উলে¬খ্য ২২ মার্চ ১, ২, ৩, ৫ ও ৬নং ওয়ার্ড মিলে ৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা: মহিয়ুর রহমান ময়ুর নৌকা প্রতীকে ৫ হাজার ৫৭৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ ধানের শীষ প্রতীক নিয়ে ৬৮১ ভোট পেয়ে পিছিয়ে আছেন।