খেলা

নাইরোবিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের জহির

By Daily Satkhira

July 13, 2017

যুব বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ জহির রায়হান। গতকাল নাইরোবিতে অনুষ্ঠিত ৪০০ মিটার দৌড়ের হিটে রায়হান ৪৮.০০ সেকেন্ড সময় নিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। অ্যাথলেটিকের যে কোনো পর্যায়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই বাংলাদেশের কোনো অ্যাথলেটের প্রথম সেমিফাইনালে ওঠা। বলতে গেলে সেরা সাফল্য। বাংলাদেশের অ্যাথলেটিকে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এই যুবক।

কিন্তু যুব বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে কেনিয়া যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়েই জহির বলেছিলেন, ‘যদি থাইল্যান্ডের টাইমিংয়ের কাছাকাছি থাকতে পারি তাহলে সেমিফাইনালে উঠতে পারবো।’ এবার সেটা তিনি করে দেখালেন। যুব হোক কিংবা সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোনো অ্যাথলেটের পদকের স্বপ্ন দেখা বাড়াবাড়ি। জহিরও সেটা দেখছেন না। তবে সেমিতে ওঠার লক্ষ্য নিয়েই তিনি নাইরোবি গিয়েছিলেন। দৌড় শেষের পর জহির জানান, ‘আমি প্রত্যাশার চেয়েও বেশি ভালো করেছি। দোয়া করবেন, যাতে সেমিতে আরো ভালো টাইমিং করতে পারি।’

গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যুব অ্যাথলেটিকের সেমিফাইনালে জহির সময় নিয়েছিলেন ৪৯.১২ সেকেন্ড। নাইরোবিতে তিনি টাইমিং কমিয়েছেন ১.১২ সেকেন্ড। জহিরে সাফল্যে উচ্ছ্বসিত তার বিকেএসপির কোচ আবদুল্লাহ হেল কাফি জানান, ওর মধ্যে বরাবর ভালো করার একটা তাড়না আছে, যা ওকে দিন দিন ভালো স্প্রিন্টার হতে সাহায্য করছে। ও যদি এই ধারাবাহিকতা বজায় রেখে পর্যাপ্ত অনুশীলনের মধ্যে থাকে, তবে জহিরকে দিয়ে এসএ গেমসে পদকের আশা করতে পারি আমরা।’