অনলাইন ডেস্ক : দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভাকে সাড়ে নয় বছরের জেল দেয়া হয়েছে। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হারিয়ে দিয়ে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদও নির্বাচিত হয়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতের রায় মেনে নিতে অস্বীকার করেছেন লুলা। লুলার বিরুদ্ধে অভিযোগ, একটি কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে এক মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ নিয়েছিলেন। সেই অর্থ তিনি ব্যক্তিগত খাতে খরচ করেছেন। ২০১৮ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন লুলা। এরইমধ্যে তাকে সাড়ে নয় বছরের জেল দেয়া হয়েছে। লুলা চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। লুলার আইনজীবীরা জানিয়েছেন, লুলা নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গত তিন বছর ধরে লুলার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে।