প্রায় আট মাস পর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ড. শাম্মী আহমদকে মনোনীত করা হয়েছে।
২০১৬ সালের শেষের দিকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর শাম্মী আহমেদ দলের কার্যনির্বাহী সদস্য মনোনীত হন। এবার তাকে পদোন্নতি দিয়ে আন্তর্জাতিক সম্পাদক করা হয়। আওয়ামী লীগের তিন জন কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেন।
৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে এখনও সভাপতিমণ্ডলীর তিন সদস্য ও অন্য দুটি সদস্য পদ ফাঁকা রয়েছে।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি তার ফেসবুকে শাম্মীকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। শাম্মী আহমেদ আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা ছিলেন। সম্প্রতি তাকে জেনেভায় বদলি করা হয়েছিল। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমার বাবা (মহিউদ্দিন আহমেদ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন। তিনি দীর্ঘ দিন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমি শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য দেশে ফিরে এসেছি।’