সাতক্ষীরা

আহ্ছানিয়া মিশনে রেড ক্রিসেন্ট’র মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের উদ্বোধন

By daily satkhira

September 24, 2016

নিজস্ব প্রতিবেদক : সহ শিক্ষা কার্যক্রমের আওতায় ৩ দিন ব্যাপি রেড ক্রস/ রেড ক্রিসেন্ট’র মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে মিশন মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সহযোগিতায় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের লেভেল অফিসার মো. আতিকুর রহমান হাওলাদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য জ্যোৎসণা আরা, আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী, ইংরেজি প্রভাষক মনিরুল ইসলাম, বাংলা প্রভাষক আনোয়ারুল ইসলাম, আরবি প্রভাষক নূর আহম্মাদ, শহিদুল আলম, তৈয়েবুর রহমান, শহিদুল্লাহ, সাইফুল আলম ছিদ্দিকী, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা যুব ইউনিট প্রধান আরিফুর রহমান জেম্স ।