শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের ৯ নং ওয়ার্ডের (শ্যামনগর) স্থগিতকৃত কেন্দ্রটির উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৩ জুলাই শ্যামনগর উপজেলা হলরুমে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সদস্যাগণ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থীদের মধ্যে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল (তালা প্রতীক) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক মোড়ল (হাতি প্রতীক) ১৪ ভোট, রেজাউল করিম (অটো রিকশা) ১১ ভোট, মল্লিক ফজলুল হক (টিউবওয়েল) ৫ ভোট এবং আকবর কবীর (ক্রিকেট ব্যাট) ৩ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটে ৯টি ভোট বাতিল হয়। অপর দিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে রোজিনা কান্টু (দোয়াত কলম) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া, শ্যামনগর সদর, নুরনগর, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের ৬৫ জন জন প্রতিনিধির মধ্যে ৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার তালিকার জটিলতার কারণে এ কেন্দ্রটির নির্বাচন দীর্ঘদিন যাবৎ স্থগিত ছিল।