সাতক্ষীরা

সাতক্ষীরায় আজ থেকে যেভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে

By Daily Satkhira

July 13, 2017

শেখ তহিদুর রহমান ডাবলু : বিনেরপোতা ২ লাখ ৩২০০০ গ্রীড স্টেশনের বর্তমান পাওয়ার ট্রান্সফর্মার ক্ষমতা আছে ২৫/৪১ এম. বি. এ। এখন এর ক্ষমতা বাড়িয়ে ৮০/১২০ এম. বি. এ করা হচ্ছে। এজন্য বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১৫ জুলাই ২০১৭ শনিবার রাত ১০:০০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ওজোপাডিকো)। বর্তমানে সাতক্ষীরা শহরে বিদ্যুৎতের চাহিদা আছে ১৬ মেগাওয়াট। কিন্তু গ্রীড স্টেশনের কাজ চলাকালীন জন্য ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে। বর্তমানে সাতক্ষীরা শহরে ওজোপাডিকোর মোট ফিডার আছে ৮ টি। সম্প্রসারণ কাজ চলাকালীন শহরে পর্যায়ক্রমে ২ ঘণ্টা পর পর ২টি করে ফিডার বন্ধ রেখে অন্য ৬টি ফিডারে বিদ্যুৎ সরবারহ চালু রাখা হবে। এবিষয়ে ডেইলি সাতক্ষীরাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন ওজোপাডিকো এর সহকারী প্রকৌশলী জুয়েল রানা ও সাতক্ষীরা ওজোপাডিকো সিবিএ’র সভাপতি বিকাশ চন্দ্র দাশ। সাতক্ষীরা শহরের বাইরে পল্লী বিদ্যুতের অনেকগুলো সাব-স্টেশন রয়েছে সেখানে কিভাবে এই বিদ্যুৎ সংযোগ কিভাবে বন্ধ রাখা হবে সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোন তথ্য দেননি।