সাতক্ষীরা

এড. আব্দুর রহিম বেঁচে থাকলে নিরীহ মানুষ পুলিশি হয়রানির শিকার হতো না–এড. আব্দুর রহিমের স্মরণ সভায় বক্তারা

By daily satkhira

September 24, 2016

প্রেস বিজ্ঞপ্তি :   সাতক্ষীরায় এখন পুলিশের নামে ব্যাপক নৈরাজ্য চলছে। প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষকে ধরে এনে তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে। যে টাকা দিতে পারছে না, তাকে বলা হচ্ছে এলাকায় যারা বিদেশ থেকে এসেছে, যাদের কাছে টাকা আছে, তাদের লিস্ট দে। তোকে ছেড়ে দেওয়া হবে। এসব বিষয়ে সাতক্ষীরার রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজ অবহিত থাকলেও তারা কেউ কথা বলছে না। এ ধরনের ঘটনা জানাতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে সাক্ষাত করেছে। কিন্তু সেই সাক্ষাতে যারা ছিলেন তাদের অধিকাংশই মুখ খুলতে চান নি।। সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের প্রতীক পুরুষ ও নাগরিক কমিটির প্রয়াত সভাপতি এড. আব্দুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভার বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম স্মরণ সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তারা আরও বলেন, এড. আব্দুর রহিম বেচে থাকলে এসব ঘটনার প্রতিবাদ হতো। কে সাথে থাকলো, কে থাকলো না, এসব তিনি দেখতেন না। যেটা অন্যায়, তার প্রতিবাদ তিনি দৃঢ় চিত্তে করতেন।  বক্তারা আরও বলেন, সাতক্ষীরার নাগরিক সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। রাস্তা-ঘাট নেই, জলাবদ্ধতা সমস্যা মানুষকে আষ্ঠে-পিষ্ঠে বেধে ফেলেছে। সরকারের আন্তরিকতা থাকলেও সুদৃঢ় নেতৃত্বের অভাবে এসব সমস্যার সমাধান হচ্ছে না। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পরও নাভারণ-মুন্সীগঞ্জ রেল লাইন প্রকল্প ঝুলে আছে। ভূমিহীনদের মাঝে খাস জমি বণ্টন প্রক্রিয়াও চলছে ধীর গতিতে। ভোমরা বন্দর, মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, প্রাণ সায়ের খাল সমস্যার সমাধান হচ্ছে না। এসব সমস্যার সমাধানে সাতক্ষীরার রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।  স্মরণসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, নাগরিক নেতা আনোয়ার জাহিদ তপন, ন্যাপ নেতা কাজী সাইদ, শ্রমিক নেতা শেখ হারুন-উর-রশিদ, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, ওয়ার্কার্স পার্টির নেতা এড. ফাহিমুল হক কিসলু, ভূমিহীন নেতা আব্দুল ওহাব সরদার, স্বপন কুমার শীল, মিজানুর রহমান, হোটেল মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, রফিকুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ। সভা পরিচালনা করেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবলু। স্মরণসভায় এড. আব্দুর রহিমের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।