তৌষিকে কাইফু : মরণব্যাধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সাতক্ষীরা ডে-নাইট কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন। তার চিকিৎসার জন্য সমাজের বিবেকবান মানুষের সহায়তা প্রয়োজন। আপাতত তার সঠিক চিকিৎসা সেবা পাওয়ার ব্যবস্থা করছেন সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী পা. আ ফ ম রুহুল হক এমপি। সাদ্দামের বাবা দাউদ আলী দরিদ্র মৎস্যজীবী। বাড়ি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে। অনেক কষ্ট করে তিনি তার বড় ছেলের লেখাপড়ার ভার বহন করে আসছেন। ২০১৩ সালে এইস এস সি পাস করে সাতক্ষীরা ডে- নাইট কলেজে অনার্সে ভর্তি হন সাদ্দাম। কিন্তু কয়েক মাস আগে কাঁশি ও বুকে ব্যাথা শুরু হয়। প্রথমে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তার দেখান। ডাক্তার বরাবরই বলে আসছেন গ্যাসের ব্যাথা। কিন্ত ব্যাথা যখন সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন সে খুলনাতে চলে আসে। সেখান থেকে ডাক্তার তাকে ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। ঢাকায় এসে ধরা পড়ল ফুসফুসে ক্যান্সার। আজ বৃহস্পতিবার দুপুরের পরে ডা. রুহুল হক এমপিকে বিষয়টি জানানোর পরে তিনি সাদ্দামকে তার কাছে নিয়ে যেতে বলেন। বিকালে সাদ্দাম তার জাতীয় সংসদের অফিসে যান। সেখানে আজ সংসদের চলতি অধিবেশনের শেষ পর্ব চলছিল। ডা. রুহুল হক অধিবেশন শেষ করে সাদ্দামকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন এবং তার রিপোর্ট দেখে বিভিন্ন জায়গায় ফোন করেন। তিনি সাদ্দামের সু-চিকিৎসার ব্যাপারে আশ্বাস দেন। আগামী শনিবার থেকে সাদ্দামের চিকিৎসা শুরু হবে। সাদ্দাম ফুসফুস ক্যান্সার থেকে মুক্তি পাবে- সবাই সাদ্দামের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এমনটাই প্রত্যাশা। চিকিৎসা শুরু হলে জানা যাবে তার কি ধরনের সাহায্য প্রয়োজন। সাদ্দাম ডেইলি সাতক্ষীরার মাধ্যমে সাতক্ষীরাবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি যেন সুস্থ হয়ে আবার লেখাপড়া শুরু করতে পারেন সেজন্য সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন।