শিক্ষা

৫৭ ধারায় সহকর্মীর বিরুদ্ধে ঢাবি শিক্ষকের মামলা

By Daily Satkhira

July 13, 2017

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন একই বিভাগের শিক্ষক ড. আবুল মনসুর আহাম্মদ।

বুধবার বিকেলে এ মামলা করেন ড. আবুল মনসুর। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

মামলার এজাহারে বলা হয়, বিভাগের একটি ব্যাচের মাস্টার্সের ফলাফল নিয়ে ফেসবুকের একটি গ্রুপে আবুল মনসুর আহাম্মদকে উদ্দেশ্য করে পোস্ট করেন ড. ফাহমিদুল হক। এই গ্রুপের সদস্য সংখ্যা ৬৯ জন। এই পোস্টে বাদীর একাডেমিক বিষয় কলুষিত করা এবং মানহানির অভিযোগ করা হয়। এ ছাড়া পোস্টের কারণে বিশ্ববিদ্যালয়ের গোপন বিষয় প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়। যার ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘিত হয়েছে।

এ ছাড়া ড. ফাহমিদুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা হয়েছে, যেটি ষড়যন্ত্রমূলক। আমি আইনগত ব্যবস্থা নেব।’

ওসি আবুল হাসান জানান, ৫৭ ধারার মামলাটি পুলিশ তদন্ত করছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখব।’ একই কথা বলেন উপ-উপাচার্য আখতারুজ্জামান।