আন্তর্জাতিক

বিমানে চড়ে হাঙ্গেরি থেকে কাতারে ১৬৫ গরু

By Daily Satkhira

July 13, 2017

সৌদি আরব ও মিত্রদের অবরোধে দুগ্ধ সংকটে পড়া কাতারে বিমানে করে ১৬৫টি গরু পাঠিয়েছে হাঙ্গেরি।

স্থানীয় সময় বুধবার কাতারের রাজধানী দোহায় বিমান থেকে নামানো হয় হোলস্টেইল জাতির গরুগুলোকে।

গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর তাদের বন্ধুপ্রতিম দেশ কাতারের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। দুগ্ধজাত সামগ্রীর সবচেয়ে বড় জোগানদাতা দুই দেশ সৌদি আরব ও ইউএইর অবরোধে বড় বিপাকে পড়ে কাতার। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আয়তনে ছোট দেশটিতে গরু পাঠাল ইউরোপের দেশটি।

চলতি বছরের আগস্টের মধ্যে চার হাজার গরু আমদানি করার পরিকল্পনা আছে কাতারের। এতে বিমানের ৬০টি ফ্লাইট লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কাতারের ‘বালাদানা লাইভস্টক প্রডাকশন’ নামে একটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক জন দোরে বলেন, ‘আমরা ১৬৫টি হোলস্টেইন জাতের গরু নিয়ে এসেছি। সব গরুই প্রচুর পরিমাণে দুগ্ধ দিতে সক্ষম। এর মধ্যে ৩০টি গরু বর্তমানে দুধ দিচ্ছে। বাকি ১৩৫টি গরু আগামী দু-তিন সপ্তাহের মধ্যেই বাচ্চা প্রসব করবে।’

দোরে জানান, বর্তমানে কাতারে পাঁচ হাজার গরু আছে। এ সংখ্যা ২৫ হাজারে উন্নীত করতে চায় সরকার। তিনি বলেন, ‘বর্তমানে স্থানীয়ভাবে দেশের ১০ থেকে ১৫ শতাংশ দুধের চাহিদা পূরণ হচ্ছে। এর আগে কাতারে দুধের বেশির ভাগ জোগান আসত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।’