আশাশুনি

কাদাকাটিতে দু’পক্ষের সংঘর্ষে আহত, ৬ থানায় মামলা গ্রেফতার ১

By Daily Satkhira

July 15, 2017

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়েনে তেঁতুলিয়া আশ্রায়ন প্রকল্পের ব্যারাকে বসবাসকারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে। এব্যাপারে আঃ রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আশ্রায়ন প্রকল্পের ব্যারাকে বসবাসকারী ১৪০টি পরিবারকে নিয়ে গঠিত কমিটির সদস্য জাহাঙ্গীর মোড়ল জানান, ব্যরাকের অধিবাসী আবুল কাশেম মোড়ল দিং এর ব্যবহৃত লেট্রিনে যাতয়াতের পথে কাদার হাত থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘেরা দেওয়া হচ্ছিল। পাশের বাসিন্দা বক্স গাজীর পুত্র আজহারুল, আজহারুলের পুত্র জয়নাল, আজিজুল গাজীর পুত্র হাফিজুল, এলাই গাজীর পুত্র নজরুল, বক্স গাজীর পুত্র আজিজুল ও সিরাজুল, সিরাজুলের পুত্র আরিফুল, রেজাউলের পুত্র রবিউল ও হাজের গাজীর পুত্র হোসেন বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের আক্রমনে আবুল কাশেম মোড়লের স্ত্রী মরিয়ম, আঃ রহমান মোড়লের স্ত্রী রুপা, মা মরিয়ম, পুত্র খায়রুল, কাশেম মোড়লের পুত্র রহমান, জালাল সরদারের স্ত্রী আমেনা গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে আশাশুনি হাসপাতালে, পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মরিয়ম ও রুপাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। এব্যাপারে আঃ রহমান বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা (নং- ১১, তাং- ১৩/৭/১৭) দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি আজহারুলকে গ্রেফতার করেছে।