সাতক্ষীরা

২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কর্মশালা

By daily satkhira

September 24, 2016

 

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আগামী ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড, প্রশ্ন সংগ্রহ ও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মো: আহসান হাবীব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্যাহ মামুন, এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন খান লিপি, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড, প্রশ্ন সংগ্রহ ও পরীক্ষা গ্রহণ করলে সুষ্ঠভাবে পরিক্ষা সম্পন্ন হবে। একই সাথে ফটোকপির দোকানে বা ফ্লাক্সি লোডের দোকানে প্রশ্নপত্র পাওয়ার কোন সম্ভাবনা থাকবে না।