ভিন্ন স্বা‌দের খবর

প্রতিদিন ৯০ মিনিট বিমানে চড়েই অফিস করেন তিনি

By Daily Satkhira

July 15, 2017

কর্মস্থলে যেতেই প্রতিদিন পাড়ি দিতে হয় প্রায় ছয় ঘণ্টা। তাও আবার সপ্তাহে অফিস করেন পাঁচ দিন। পেশায় মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার। এ ছাড়া সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রযুক্তি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।

এতক্ষণ বলেছিলাম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাসরত কার্ট ভন বাদিনস্কির কথা। তিনি প্রতিদিন ৫টা ৩০ মিনিটে ঘুম থেকে ওঠেন। নিজের বাড়ি থেকে ১৫ মিনিট গাড়ি চালিয়ে যান বব হোপ বারব্যাংক বিমানবন্দরে। সেখান থেকে ৯০ মিনিটে অকল্যান্ডে যান বিমানে চড়ে। এই সময়ে তিনি পাড়ি দেন ৫৮৬ কিলোমিটার আকাশ পথ। প্রতিদিন এভাবেই বিমানে চড়ে অফিস করেন কার্ট ভন বাদিনস্কি।

বিমানে থাকা অবস্থায় প্রয়োজনীয় কাজকর্মও সেরে নেন তিনি। প্রতিদিনের সব খবরাখবরেও চোখ বুলিয়ে নেন ওই সময়ের মধ্যেই। যখন বুঝতে পারেন তার বিমান অকল্যান্ডে এসে পৌঁছেছে। তিনি তৈরি হয়ে যান পরবর্তী ধাপের জন্য। অকল্যান্ড বিমানবন্দর থেকে সান ফ্রান্সিসকো পৌঁছার জন্য আরেকবার গাড়িতে চড়েন তিনি। এতদূরের পথ পাড়ি দিয়ে নিয়মিত অফিস করেন তিনি।