কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের রতনপুরে ৪ দলীয় গোল্ডকাপ এম আহম্মাদ আলী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা রতনপুর ফুটবল একাদশ ও পিডিকে মিতালী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রতনপুর ফুটবল মাঠে খেলাটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। খেলায় রতনপুর ফুটবল একাদশ ৩-১ গোলে পিডিকে মিতালী সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। টানটান উর্ত্তেজনাপূর্ণ খেলার প্রথম অর্ধে পিডিকে মিতালী সংঘ ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় অর্ধের ১০ মিনিটের মাথায় রতনপুর ফুটবল একাদশের দেওয়া গোলে খেলার সমতা ফিরে আসে। এরপর এক মিনিটের ব্যবধানে রতনপুর ফুটবল একাদশ ১ গোলে এগিয়ে যায়। খেলার ৭ মিনিট বাকি থাকতে আরো ১ গোল করে দলের জয় নিশ্চিত করে। এদিকে রতনপুর ফুটবল একাদশের খেলোয়াড় মুকুল ২ গোল করে উল্লাসে গায়ের জার্সি খোলার অপরাধে রেফারী লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। অবশেষে রতনপুর ফুটবল একাদশ ৩-১ গোলে পিডিকে মিতালী সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মমেনুর রহমান ও জিএম মঞ্জু আহমেদ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, রতনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আহম্মাদ আলী, মুজিবর রহমান, ভোমরার বিশিষ্ঠ ব্যবসায়ি মুছা প্রমুখ। ৪ দলীয় গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দলকে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।