রাজনীতি

এক যুগ পর জেলা মহিলা আ ’লীগের কর্মী সভা সোমবার

By Daily Satkhira

July 15, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : দীর্ঘ এক যুগ পর সোমবার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ টায় শহীদ অব্দুর রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতি মধ্যে শহরের প্রাণকেন্দ্র পাকাপোলের ব্রিজ এলাকায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বঙ্গবন্ধু তোরণ নির্মাণ করায় শহরে যেন বাড়তি মাত্রা যোগ হয়েছে। এছাড়া শহিদ আব্দুর রাজ্জাক পার্কসহ সমাবেশ স্থলে আরও দুটি তোরণ নির্মাণ করা হয়েছে। জানা গেছে, কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা আ ’লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন কৃক। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দিবেন জেলা আ ’লীগের সভাপতি সাবেক এমপি এবং জেলা পরিষদের সাবেক প্রশাসক মুনসুর আহমেদ, প্রিয় অতিথির বক্তব্য রাখবেন সাতক্ষীরা সদর-২ আসনের এমপি জেলা আ ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। কর্মীসভায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের ৩১২ সংরক্ষিত আসনের এমপি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম রিফাত আমিন। এছাড়া সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা। কর্মী সভা সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল দলীয় নেতা-কর্মীকে ওই দিন সভায় যোগদিতে আহবান জানিয়েছেন তিনি।