ভিন্ন স্বা‌দের খবর

শপিংয়ে গিয়ে স্বামী ‘জমা রাখা’ যাবে

By Daily Satkhira

July 16, 2017

চীনের এক বিপণিবিতানে যে নারীরা কেনাকাটা করতে যাবেন, সেখানে চাইলে তাঁরা স্বামীকে ‘জমা’ রাখতে পারবেন। চীনের ‘দ্য পেপার’ পত্রিকার খবর, সাংহাই শহরের ‘গ্লোবাল হার্বার’ নামের একটি বিপণিবিতানে কয়েকটি কাচঘেরা খোপ বানানো হয়েছে, যেখানে নারীরা তাঁদের স্বামীদের জমা রাখতে পারবেন। ফলে তাঁদের কেনাকাটার সময় স্বামীদের আর পেছন পেছন ঘুরতে হবে না।

কাচঘেরা খোপে স্বামীদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তাঁরা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি খোপের ভেতর থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার ও গেম প্যাড। সেখানে বসে তাঁরা নব্বইয়ের দশকের পুরনো গেমগুলো খেলতে পারবেন।

বিপণিবিতানের তরফ থেকে জানানো হয়েছে, এ সেবা আপাতত বিনা মূল্যেই পাওয়া যাবে। কিন্তু পরে নির্দিস্ট অর্থ দিতে হবে। এই সেবা নিয়েছেন এমন একজন পুরুষ জানান, ‘আমি কেবলই পুরনো একটি গেম-টেকেন-থ্রি খেললাম। আমার মনে হলো, আমি যেন মাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছি। ’

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবশ্য এই সেবা নিয়ে নানা কৌতুক চলছে। একজন লিখেছেন, ‘এই সার্ভিস এখন স্বামীদের শপিংয়ে যেতে উত্সাহ জোগাবে। যদিও শপিংয়ের খরচ তাদের পকেট থেকেই যাবে। ’ এক নারী আবার লিখেছেন, ‘আমার স্বামী যদি গেমই খেলবে, তবে তাকে বিপণিবিতানে নিয়ে যাওয়ার মানে কী?’ সূত্র : বিবিসি বাংলা