সাতক্ষীরা

টানা ১৩ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সচল

By daily satkhira

September 24, 2016

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহার ছুটি ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য  টানা ১৩ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। ঈদুল আযহার ৬ দিন ছুটি শেষে ভারতের ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য সে দেশের প্রশাসন আরও ৭দিন আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় টানা ১৩ দিন বন্ধ ছিল উন্নয়নমুখী এ বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম। তবে এ সময়, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ১৩ দিন বন্ধ থাকার পর  শনিবার থেকে আবারও ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এ বন্দরের। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মোঃ আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে গত ১৩ দিনে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। তিনি আরো জানান, গত ১৩ দিনে সরকার প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব হারিয়েছে এ বন্দর থেকে ।