ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ৬২ হাজার ১৫০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা বিল অনুমোদন করেছে।
পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষা খাতে মার্কিন অর্থায়নের ক্ষেত্রে আরোপ করা হয়েছে শর্ত ও বিধিনিষেধ।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অনুমোদিত ভারত-সংক্রান্ত ওই সংশোধনী বিল নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন।
এর ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর নীতি ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। পাশাপাশি পাকিস্তানকে প্রতিরক্ষা তহবিল দেওয়ার জন্য সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করতে বলেছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তা ও আইনপ্রণেতারা এ বিষয়ে অতীতে বারবার উদ্বেগ জানিয়েছেন।