ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় গণজাগরণ মঞ্চের মুখপত্র ইমরান এইচ সরকারসহ তার কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে জামিন পাওয়ার পর তাদের ওপর এই হামলা চালানো হয়। ইমরান এইচ সরকার এ বিষয়ে বলেন, হয়রানিমূলক ও মিথ্যা মামলায় কোন আদালত থেকে আমি কোন নথিপত্র পাইনি। তারপরেও শুধু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে আদালতে হাজির হওয়ায় আদালত আমাদেরকে জামিন দিয়েছেন। কিন্তু জামিন নিয়ে বের হওয়া মাত্র একদল সন্ত্রাসী আমার উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়। আদালত প্রাঙ্গণে এমন হামলার ঘটনায় ইমরান ক্ষোভ জানিয়ে বলেন, রাস্তায় প্রতিবাদ করলে মামলা হবে, আদালতে আসলে হামলা হবে, একটি সভ্য দেশে এসব বিষয় মেনে নেয়া যায় না। মানুষ এখন কোথাও নিরাপদ নয়। তিনি বলেন, যারা আমার নামে মামলা করেছে,আজ তারাই আমার ওপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদে শাহবাগে রোববার বিকেল ৫টায় গণজাগরণ মঞ্চ প্রতিবাদ সমাবেশ করবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মিছিলের অভিযোগে গত ৩১ মে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে মানহানির এ মামলা দায়ের করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। এই মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার। এছাড়া একই অভিযোগে ছাত্রলীগের সমাবেশ থেকে ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।