প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার দৈনিক সাতনদী সম্পাদকের দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন প্রেসক্লাব সভাপতি সম্পাদকসহ সাতক্ষীরার সাত সাংবাদিক। আজ সোমবার দুপুরে তারা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তা মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন ও দৈনিক পত্রদূতের ফটো সাংবাদিক আবদুর রহিম। ২০১১ সালের ২৭ অক্টোবর সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে এক অপ্রীতিকর ঘটনায় একটি ফৌজদারি মামলার সৃষ্টি হয়। মামলাটি দায়ের করেন বর্তমানে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ মামলায় বিবাদি করা হয় উক্ত সাত সাংবাদিককে। সম্প্রতি সিআইডি’তে স্থানান্তরিত হলে মামলাটিতে চার্জশিট দেয়া হয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিবাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম। তাকে সহায়তা করেন সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবদুল মজিদ, অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু ,সাবেক এপিপি এড. এবিএম সেলিম, এড. আবদুস সামাদ, এড. খায়রুল বদিউজ্জামান, এড. বাসারতউল্লাহ আওরঙ্গী বাবলা, এড.মনিরউদ্দিন, এড. আবদুল্লাহ হাবিবসহ এক ডজনেরও বেশি জ্যেষ্ঠ আইনজীবী। এ সময় আদালতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, চ্যানেল ৯ টিভির কৃষ্ণ মোহন ব্যানার্জি, সদস্য মো. ইব্রাহীম খলিল, সিরাজুল ইসলাম, আবদুল আলিম প্রমূখ সাংবাদিক।