তালা

জেলা পরিষদের সভায় মীর জাকিরে’র মিথ্যা মামলা প্রত্যাহার দাবিসহ তীব্র নিন্দা

By Daily Satkhira

July 17, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনকে জড়িয়ে ‘ইউএনও’র নামে জেলা পরিষদ সদস্যের চাঁদাবাজি, মামলা’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের তীব্র নিন্দ্র ও প্রতিবাদ সভা করেছে জেলা পরিষদের সদস্যবৃন্দ। জেলা পরিষদের মাসিক সভায় মীর জাকির হোসেন এর মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. মতিয়ার রহমান, এম.এ হাকিম, এস.এম আসাদুর রহমান, মো. আল ফেরদৌস, মো. মনিরুল ইসলাম, শিল্পী রাণী মহালদার, শাহনওয়াজ পারভীন মিলি, রোকেয়া মোসলেম উদ্দীন, মাহফুজা সুলতানা, মো. ওবায়দুর রহমান, সৈয়দ আমিনুর রহমান, মো. নুরুজ্জামান, ডালিম কুমার ঘরামি, কাজী নজরুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন প্রমুখ। সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ বলেন, আমাদের প্রিয় সহকর্মী মীর জাকির হোসেন বর্তমানে তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি। গত ১১ জুলাই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের প্রিয় সহকর্মীর সম্মান ক্ষণœ করার জন্য তালা থানায় প্রতারণামূলক একটি মামলা দায়ের করেন। সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশকৃত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তালা উপজেলার হারান সাধু ও কুমারেশ ঘোষসহ অনেক সুধীজন অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগে নির্বাহী কর্মকর্তা হারান সাধু ও কুমারেশ ঘোষের নিকট থেকে তালা সদরে নির্মাণ কাজ সুষ্ঠুভাবে কোন বাধা ছাড়াই করতে দিবে বলে তরিকুলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া গত কিছুদিন পূর্বে পাটকেলঘাটা হাইস্কুলের সভাপতি পদ থেকে এমপি’র অনুমতিতে বাদ দিয়ে আমাদের প্রিয় সহকর্মীকে আহবায়ক করা হয়। সেই থেকে এসব কারণে নির্বাহী কর্মকর্তার গাত্রদাহ শুরু হলে তার দায়ভার আমাদের সহকর্মীর উপর চাপানোর জন্য চেষ্টা করা হয়। যে ঘটনায় মামলা ও পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে তা আদৌ সত্য নয়। এটা মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে অবিলম্বে দুর্নীতিবাজ ইউএনও’র প্রত্যাহার দাবী করেন জেলা পরিষদের সদস্যবৃন্দ।