সাতক্ষীরা

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ির টাকা ছিনতায়ের ঘটনায় আটক- ২

By daily satkhira

September 24, 2016

নিজস্ব প্রতিবেদক: গরু বিক্রির নামে এক ব্যবসায়িকে মোবাইল ফোনে ডেকে এনে ছুরি দেখিয়ে ৬৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে দু’ সন্ত্রাসীকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর ঢালীপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, পুরাতন সাতক্ষীরা দক্ষিণপাড়ার মোঃ আনিসুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২৪) ও একই গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে মোঃ ইব্রাহীম খলিল (২৮)। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মোঃ গোলাম কিবরিয়ার ছেলে মোঃ কামরুজ্জামান একজন গরু ব্যবসায়ি। শুক্রবার সকাল ৮টার দিকে আসামী ওমর ফারুক ও ইব্রাহীম খলিল মোবাইল ফোনে তাকে জানায় যে দেবনগর গ্রামে দু’টো এড়ে গরু বিক্রি আছে। এরই ভিত্তিতে তিনি ৬৪ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে দেবনগরের উদ্দেশ্যে বের হন। সকাল সোয়া ৯টার দিকে তিনি মথুরাপর ঢালীপাড়ার পাশে পৌঁছালে ওই আসামিদ্বয় তাকে ভ্যান থেকে নামতে বলে। ভ্যানটি চলে যাওয়ার পর ওই দু’ আসামি ছুরি বের করে তাকে জীবন নাশের হুমকি দিয়ে টাকা বের করতে বলে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে মারপিট করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৬৪ হাজার টাকা ছিরতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় জনগন ওই দু’ ছিনতাইকারিকে আটক করে গণধোল্ইা দেয়। পরে তাদেরকে টাকাসহ পুলিশে সোপর্দ করা হয়। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃত ওমর ফারুকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নাশকতা (জিআর-১১২/১৬ সদর) নারী নির্যাতনসহ কমপক্ষে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া ইব্রাহীম খলিল একজন কুখ্যাত ছিনতাইকারি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, এ ঘটনায় গরু ব্যবসায়ি কামরুজ্জামান বাদি হয়ে গ্রেফতারকৃত ওমর ফারুক ও ইব্রাহীম খলিলের নাম উল্লেখ করে শুক্রবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।