জাতীয়

সীতাকুণ্ডে শিশুদের মৃত্যুর কারণ হাম

By Daily Satkhira

July 17, 2017

অজ্ঞাত কোনো রোগ নয়,চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশুদের মৃত্যুর কারণ হাম বলে প্রতিবেদন দিয়েছে আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তর।

আক্তান্তদের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়,অপুষ্টি থেকেই সংক্রমণ হয়েছিল।

গত ৯-১২ জুলাই চার দিনের ব্যবধানে বারো আউলিয়ার ত্রিপুরাপাড়ায় ৯ শিশুর মৃত্যু হয়।ত্রিপুরা পাড়ায় ৪শ ৫০টি পরিবার বাস করে।ওই এলাকায় গত সপ্তাহে শিশুদের গায়ে জ্বর, কাশি এবং পরবর্তী শরীরে র‌্যাশ ওঠায় মারা যায় একের পর এক শিশু।

সেসময় চট্টগ্রামের সিভিল সার্জন ড. আজিজুর রহমান সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।তারা রোগের ধরণ নিশ্চিত করতে না পারায় ঢাকার আইসিসিডিআর এর রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে জানান।ওই দিনই আইইডিসিআর এর বিশেষজ্ঞ টিম সীতাকুণ্ডে যায়।

ওই বিশেষজ্ঞ টিম আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে।সেসব নমুনা পরীক্ষা-নিরীক্ষা করেই  আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তর সোমবার প্রতিবেদন প্রকাশ করে।