সাতক্ষীরা

শারদীয় দুর্গা পুজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে জেলা পুলিশের পরিকল্পনা সভা

By daily satkhira

September 24, 2016

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দঘন, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে শনিবার বিকাল ৫ টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের কৌশলগত এক পরিকল্পনা সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে কৌশলগত পরিকল্পনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (আইটিসি) মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ আমীর খসরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ইয়াছিন আলী শেখ, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাসমীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কোন ধর্মীয় উগ্রবাদী সংগঠন কিংবা কোন দুষ্কৃতিকারী চক্র যাতে জেলায় বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে সকলকে সর্তকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করে। এছাড়া শারদীয় দূর্গোৎসব নির্বিঘœ ও পুজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকল্পে তিনি সকল অফিসার ইনচার্জদের পূর্ব হতেই পুজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে নিদের্শনা দেন। দূর্গোৎসবকে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল গঠনের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। জেলায় শারদীয় দূর্গোৎসব ২০১৬ আনন্দঘন, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।