নিজস্ব প্রতিবেদক: সুলতানপুর বড় বাজারে ডিসিআরকৃত দোকানঘর লক্ষ লক্ষ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিক্রির পর অবৈধভাবে সেসব স্থানে পাকা স্থাপনাও নির্মাণ করা হচ্ছে। সূত্র জানায়, সুলতানপুর বড় বাজারের সাহা সুইটসের পিছনে অবস্থিত জনৈক হাফিজুল ইসলাম কিছুদিন পূর্বে বাজারের মনোহরি পট্টি এলাকার দুটি দোকান সদর ভূমি অফিস থেকে ইজারা গ্রহণ করেন। কিন্তু হাফিজুল ইসলাম নিজে সেখানে ব্যবসা পরিচালনা না করে প্রথমে ১২ লক্ষ টাকায় সাগর নামের এক ব্যক্তির কাছে বিক্রিয় করেন। পরে সাগরকে ওই দোকান দখল না দিয়ে পুনরায় আব্দুর রশিদের কাছে ২৬লক্ষ টাকায় বিক্রি করেন। আব্দুর রশিদ সেখানে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেছে। এবিষয়ে আব্দুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি হাফিজুলের কাছ থেকে ২৬ লক্ষ টাকায় দোকান ক্রয় করেছি। যেহেতু ক্রয় করেছি সে কারণে আমি পাকা করে নিচ্ছি। এঘটনায় হাফিজুলের সাথে যোগাযোগ করলে তিনি এবিষয়ে এসিল্যান্ডের সাথে যোগাযোগ করতে বলেন। এদিকে এঘটনায় সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবাশিষ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ডিসিকৃত দোকান কোন ভাবেই বিক্রি করা যাবে না। যদি করা হয় তাহলে এটি ১৯৫৯ সালের একটি আইনে ডিসি আরের চুক্তির শর্ত ভঙ্গের অপরাধ। আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।