তালা

শারদীয় দুর্গাপূজা : তালায় ১০২ ,পাটকেলঘাটায় ৭৬টি মন্ডপ

By daily satkhira

September 24, 2016

শেখ মমিন উদ্দীন, পাটকেলঘাটা : তালা উপজেলায় এ বছর ১৭৮টি  মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গাপুজা । আগামী ৬ অক্টোবর দুপুর ২ টা ২১ মিনিটে পঞ্চমী তিথিতে দুর্গা বোধন ও শুভ পঞ্চমী পূজা’র মধ্য দিয়ে  দূগর্তিনাশিনী দেবী দুর্গা পূজার সুচনা ঘটবে। হিন্দু ধর্মালম্বীদের  সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরী ও রংতুলির কাজ। এ বছর তালা উপজেলার ১২টি ইউনিয়নে ১৭৮ টি পূজা মন্ডপে অতি ব্যস্ততার সময় অতিবাহিত করছে শিল্পীরা। প্রতিমা ভাস্করদের নিপুন হাতের ছোয়ায় প্রতিটি প্রতিমা যেন দেবতার রুপ পাচ্ছে। পূজার প্রথম দিন থেকে মন্ডপে মন্ডপে ঢাক-ঢোল, কাঁশি, বাঁশি আর উলুধক্ষনিতে মুখরিত হবে আকাশ-বাতাস। পূজা মন্ডপ গুলো সাজানো হচ্ছে নতুন নতুন সাজে। আলোক সজ্জ্বায় সজ্জ্বিত করা হচ্ছে  প্রতিটি মন্ডপ। ইতোমধ্যে শিল্পীদের প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে, এখন চলছে রংতুলির আঁচড়। সরেজমিনে মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্ডপেই প্রতিমা শিল্পীরা র্দুগা প্রতীমা তৈরী ও মন্দির সাজানোর লক্ষ্যে  নিরলস কাজ করে চলেছেন। পূজা উদযাপন পরিষদ জানায়, এবছর তালায় ১০২টি ও পাটকেলঘাটা থানায় ৭৬টি মন্ডপে পূজা উদযাপিত হতে যাচ্ছে । তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, পূজা উৎসব সকলের  জন্য। প্রশাসন সহ সর্বস্তরের নেতৃবৃন্দের সহযোাগিতায় বিগত বছরের ন্যায় এবারও পূজা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।