আন্তর্জাতিক

ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০

By Daily Satkhira

July 18, 2017

ভারতে বন্যাকবলিত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০ জনে উন্নীত হয়েছে। সোমবার কর্মকর্তারা এএফপিকে বলেন গত দিনে মৃতের সংখ্যা ছিল আটজন। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে শনিবার থেকে এ পর্যন্ত ভারী বর্ষণে ১১ জনের প্রাণহনি ঘটেছে।

গুজরাটের এক সরকারি কর্মকর্তা বলেন, তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতজনের প্রাণহানি ঘটেছে এবং চারজন নিখোঁজ রয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুনোচল প্রদেশ ও আসামে বন্যা প্রবল আকার ধারণ করেছে। এছাড়া, বন্যায় পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা এবং বিহারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসামে ৬০ জনের প্রাণহানি ঘটেছে এবং রাজ্যজুড়ে জরুরি ত্রাণ সরবরাহ চলছে। আসামের দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। কয়েক হাজার লোককে উদ্ধার করা হয়েছে এবং ২১টি বন্যা কবলিত জেলায় ১১৮ ত্রাণ ক্যাম্প বসানো হয়েছে। ‘

চীন সীমান্তের একটি প্রত্যন্ত গ্রামে গত সপ্তাহে ভূমিধসে পাঁচজনের প্রাণহানি ঘটেছে।